খুলনা, বাংলাদেশ | ৩ মাঘ, ১৪৩১ | ১৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
  চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

খুলনায় ৪৬ মামলায় ৮৬ হাজার ৬০০ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর তিন থানা এবং রূপসা উপজেলায় চলছে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। করোনাভাইরাস রোধে ৩ জুন জেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। গত ৪ জুন শুরু হওয়া এ বিধিনিষেধ চলবে ১০ জুন পর্যন্ত। মঙ্গলবার (০৮ জুন) বিধিনিষেধের পঞ্চমদিন।

এ অবস্থায় স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৬ মামলায় ৮৬ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন, আরিফুল ইসলাম, গালিব মাহমুদ পাশা, তাহমিদুল ইসলাম, দেবাশীষ বসাক, এসএম রাসেল ইসলাম নূর এবং নূরী তাসমিন ঊর্মি।

জেলা প্রশাসনের মিডিয়া সেলের সূত্রে জানা যায়, পাঁচটি টিমের নেতৃত্বে নগরীর সার্কিট হাউজ ময়দান, পিকচার প্যালেস মোড়, ডাক বাংলো মোড়, ফেরিঘাট মোড়, পাওয়ার হাউজ মোড়, শিববাড়ী মোড়, ময়লাপোতা মোড়, রয়েলের মোড়, সাত রাস্তা মোড়, মজিদ সরণি, শেরে বাংলা রোড, নিউমার্কেট, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, আড়াইশ’ বেড হাসপাতালের সম্মুখ, বয়রা বাজার, মুজগুন্নি, নতুন রাস্তার মোড়, খালিশপুরের চিত্রালী বাজার, ৭নং রূপসা ঘাট ও বিআইডিসি রোডে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে যথাযথভাবে মাস্ক পরিধান করা হয়েছে কিনা, বিকাল পাঁচ টার আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ও ওষুধের দোকান ব্যতীত অন্যান্য দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে কিনা, বিকাল ৫টার পর ওষুধের দোকান ব্যতীত সকল দোকান বন্ধ আছে কিনা, খাবারের হোটেলসমূহে ক্রেতা বসিয়ে খাবার বিক্রয় করা হচ্ছে কিনা তা তদারকি করা হয়। সরকারি আদেশ অমান্যকারীদের ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এবং ‘দণ্ডবিধি, ১৮৬০’ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করেন এপিবিএন, বাংলাদেশ আনসার এবং থানা পুলিশের সদস্যগণ। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধকল্পে জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় গত ২ জুন অনুষ্ঠিত জেলা পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে নগরীর সদর থানা, সোনাডাঙ্গা থানা, খালিশপুর থানা এলাকা এবং রূপসা উপজেলায় ৪ জুন থেকে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়।

 

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!