আঠারমাইলের মাগুরাঘোনায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত ১০টার দিকে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোঃ হাবিবুল্লাহ জানায়, মৎস্য ঘেরে বিষ প্রয়োগের ঘটনায় এজাহার নামীয় আসামি ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মোঃ হালিম শেখের পুত্র মোঃ তাালিম শেখ (২৭) এবং মোঃ আশরাফ আলী সরদারের পুত্র মোঃ মহসিন সরদার (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর রাতেই তাদেরকে থানায় পাঠিয়ে দেয়া হয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান মাছ চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন। সোমবার সকালে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ মে রাতে ডুমুরিয়া উপজেলা কাঞ্চনপুর গ্রামের মৃত ঈমান আলী সরদারের পুত্র মোঃ মইনুর সরদারের মৎস্য ঘেরে বিষ প্রয়োগে প্রায় ৫লক্ষ টাকার মাছ মারা । এঘটনায় তিনি বাদী হয়ে ১৬ মে ৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।
খুলনা গেজেট/এমএইচবি