নারী উন্নয়ন ফোরাম কেন্দ্রীয় পরিষদে বৃহস্পতিবার (০৩ জুন) অনলাইন সভায় সর্বসম্মত সিদ্ধান্তে, বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান এসােসিয়েশন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে । নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন খুলনা জেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য ও ফুলতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ।
কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে পদাধিকারবলে বিভাগীয় পর্যায়ের আঞ্চলিক কো -অর্ডিনেটরগণ বিভাগীয় সভাপতি।৬৪ জেলা পর্যায়ে সভাপতি, পদাধিকারবলে জেলা কো-অর্ডিনেটরগণ। সাংগঠনিক সম্পাদক দিনাজপুর জেলার চিনির বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বেগম।
গত ১৩ জানুয়ারি অনলাইন আলােচনায় সর্বসম্মত সিদ্ধান্তে নারী উন্নয়ন ফোরাম এর সমন্বয়ে বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান এসােসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠিত হয়।
খুলনা গেজেট/এমএইচবি