বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

কয়রায় প্রাণিসম্পদের খামার প্রদর্শনী

কয়রা প্রতিনিধি

‘পুষ্টি, মেধা,দারিদ্র্য বিমোচন-প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে খুলনার কয়রায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের বাস্তবায়নে প্রাণিসম্পদ অফিস চত্বরে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাজী মোস্তাইন বিল্লাহ। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম।

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, বাড়ীর আঙিনায় বেড়ে ওঠা প্রাণিগুলো সম্পদে পরিণত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রান্তিক খামারিকে সুবিধা দিয়ে যাচ্ছেন। এই সুবিধা নিয়ে অনেক বেকার যুবক আজ স্বাবলম্বী। এখান থেকে ২০ বছর আগে এই এলাকায় অনেক গরু পালন হতো। তখন সঠিক পদ্ধতিতে চাষ না করায় খামারিরা স্বাবলম্বী হতে পারেনি। আর এখন সংখ্যায় গরু পালন কম হলেও খামারিরা স্বাবলম্বী হচ্ছে। তাই সরকারি সুযোগ নিয়ে গরু পালনে বেকার যুবদের এগিয়ে আসতে হবে। চাকুরী না খুজে একজন উদ্যোক্তা হওয়ার জন্য বেকার যুবদের প্রতি তিনি আহবান জানান।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট কমলেশ কুমার সানা, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, কয়রা ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম হুমায়ুন কবির, উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি শেখ মনিরুজ্জাম মনু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম।

যে সকল খামারি স্টল দিয়েছিলো অনুষ্ঠান শেষে ক্যাটাগরি অনুসারে তাদেরকে সম্মানি ও সনদপত্র বিতরণ করা হয়।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন