বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

নগরীতে সিএনজি দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক

নগরী‌তে সড়ক দুর্ঘটনায় মঞ্জুর আলম (৬০) না‌মের এক ব্যক্তি নিহত হ‌য়ে‌ছে। তি‌নি দৌলতপুর রেলও‌য়ে ক‌লোনীর তা‌জেম আলীর ছে‌লে। এ ঘটনায় সিএন‌জি চালক জালাল হো‌সেনও আহত হ‌য়ে‌ছে। সোমবার বেলা ১১ টায় সঙ্গীতা সিনামা হ‌লের সাম‌নে এ ঘটনা ঘ‌টে।

পু‌লিশ জানায়, নিহত মঞ্জুর দৌলতপুর থে‌কে সিএন‌জি যো‌গে ডাকবাংলা মো‌ড়ের উদ্দেশ্যে ওই গাড়ী‌তে ও‌ঠে। সঙ্গীতা সি‌নেমা হ‌লের নিকট পৌঁছামাত্র চালক নিয়ন্ত্রণ হারি‌য়ে আইল্যান্ডের সা‌থে স‌জো‌রে মে‌রে দেয়। এ সময় তি‌নি গাড়ী থে‌কে প‌ড়ে গি‌য়ে মারাত্মক জখম হন। এলাকাবাসী তা‌কে উদ্ধার ক‌রে খুলনা মে‌ডি‌কেল ক‌লে‌জে নি‌য়ে গে‌লে কত‌র্ব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ব‌লে ঘোষণা দেয়। চালক জালাল হো‌সেন হাসপাতা‌লে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন