বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় করোনায় আরেকজনের মৃত্যু, শনাক্ত ৩৪

নিজস্ব প্রতি‌বেদক

খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ৩৪ জনের করোনা পজিটিভ এসেছে ।

খুমেক পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ১৮৯ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১৬২ জন খুলনা মহানগরী ও জেলার। এরমধ্যে ৩৪ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ২৭ জন, বাগেরহাট ৪ জন, সাতক্ষীরা ১ জন ও চট্রগ্রাম জেলার ১ জন রয়েছে।

মৃত ব্যক্তি হলেন খুলনার লবণ চরা’র সামছুন্নাহার বেগম (৯৪)। এ নিয়ে খুলনা করোনা হাসপাতালে ২৬৩ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ মে) দুপুর ২ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামছুন্নাহার বেগম (৯৪) এর মৃত্যু হয়। তিনি লবণ চরা মোহাম্মাদ নগর এলাকার বাসিন্দা মৃত: নুরুল আমিন পাটোয়ারীর স্ত্রী। তিনি করোনায় আক্রান্ত হয়ে ১৯ মে হাসপাতালে ভর্তি হন।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন