মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ও খুলনা প্রেসক্লাবের সিনিয়র সদস্য দৈনিক অনির্বাণ এর নির্বাহী সম্পাদক বুলু আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার সন্ধ্যা সাতটায় সাতক্ষীরার কলারোয়ার মুরারিকাঠি গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন এই সাংবাদিক।
বুলু আহমেদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার ইন্তেকালে মেট্রোপলিটন সংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নেতৃবৃন্দ।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
খুলনা গেজেট/এমএইচবি