খালিশপুর থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলায় মোঃ আজিজুর রহমান আকাশের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৪ এর বিচারক মোঃ আতিকুস সামাদ এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে পুলিশ তাকে বৈকালী এলাকা থেকে গ্রেপ্তার করে। সে মুজগুন্নি পাম্প এলাকার মৃত মোঃ ইউনুস হাফেজের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ভিকটিম (২৬) কাশিপুর রেজাউল প্রফেসরের বাড়ির ভাড়াটিয়া । সে নিত্য প্রয়োজনীয় পণ্যের হোম ডেলিভারির কাজ করে। ১৫ রমজান আসামি আজিজুর রহমানের সাথে ভিকটিমের পরিচয় হয়। সে তার কাছ থেকে পণ্য ক্রয়ও করে। ভিকটিমের সাথে তার বন্ধুত্ব সম্পর্ক স্থাপন হয়। একটি বাসার প্রয়োজনে ফোন দিলে আসামি ১৮ মে সকাল ৯ টায় মুজগুন্নি পাম্পের গলির চৌধুরী ভিলার তৃতীয় তলায় ভিকটিমকে নিয়ে যায়। ঐ ভবনের একটি রুমের মধ্যে নিয়ে ওড়না দিয়ে ভিকটিমের হাত ও গামছা মুখের ভিতর ঢুকিয়ে দিয়ে পাশবিক নির্যাতন ও ধর্ষণ করে।
এরপরে এ ঘটনাটি কাউকে না বলার জন্য তাকে শাসিয়ে যায়। ওই ঘটনার পর ঐ দিন পরিবারের সাথে আলোচনা করে ভিকটিম খালিশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে, যার নং ১৯। মামলা দায়েরের পর পুলিশ মঙ্গলবার (১৯ মে) রাত ২ টায় বৈকালী এলাকা থেকে আসামি আজিজকে গ্রেপ্তার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার বর্ণনা দিয়েছে। মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে প্রেরণ করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
খুলনা গেজেট/এমএইচবি