মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মুশফিকের সেঞ্চুরি মিস, রিয়াদের ফিফটি

ক্রীড়া প্রতিবেদক

দুরন্ত ব্যাটিংয়ে হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে মুশফিকুর রহিম ছুটে চলেছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু আভাস দিয়েও শতকের দেখা পেলেন না এ তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান। ৮৭ বলে ৪ বাউন্ডারি ও এক ছক্কায় ৮৪ রানের অসাধারণ এক ইনিংস খেলে বিদায় নিলেন উইকেট থেকে। তিন অঙ্কের জাদকুরী অঙ্ক থেকে মুশফিককে বঞ্চিত করেন লক্ষ্মণ সান্দাকান। তার বলে মুশফিরে ক্যাচ তুলে নেন ইসুরু উদানা।

মুশফিক বিদায় নিলেও দাপুটে ব্যাটিংয়ে তার সঙ্গী মাহমুদউল্লাহ রিয়াদ ফিফটি হাঁকিয়েছেন। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ২৪তম ফিফটি। ৭০ বলে ২ বাউন্ডারি ও এক ছক্কায় দলীয় স্কোরে ৫৩ যোগ করে এখনো ব্যাটিং লড়াইটা চালিয়ে যাচ্ছেন অলাউন্ডার রিয়াদ। ৫ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন আফিফ হোসেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২২০রান।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন