ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ওভারটা দেখে-শুনেই খেলেন টাইগার দলনেতা তামিম ইকবাল। কিন্তু দ্বিতীয় ওভারেই চামিরার বলে কট-বিহাইন্ড হন আরেক ওপেনার লিটন। ৩ বল খেলে কোনো রানই তুলতে পারেননি তিনি। এখন ক্রিজে যথাক্রমে ৪ রান করে অপরাজিত রয়েছেন তামিম ও সাকিব।
দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে অনেকটা ধীর গতিতে খেলতে থাকেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গুনাথিলাকার বলে নিশানকার হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ৩৪ বলে ১৫ রান করেন তিনি।
তৃতীয় উইকেট জুটিতে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দারুণ ছন্দেই ব্যাট করছিলেন তামিম। এ সময় দুজন মিলে তুলেন ৫৬ রান। এদিকে টাইগার অধিনায়ক ওয়ানডে ক্যারিয়ারের ৫১তম অর্ধশত রান পূর্ণ করার পর ৫২ রানে আউট হন। পরের উইকেটে ব্যাট করতে আসা মোহাম্মদ মিঠুন ফিরেছেন শূন্য রানেই
এখন ৫১ রানে মুশফিক এবং ১৬ রানে মাহমুদউল্লাহ অপরাজিত রয়েছেন।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, সাইফ উদ্দীন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা (অধিনায়ক ও উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, আশেন বান্দারা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, ইসুরু উদানা ও দুশমন্থ চামিরা।
খুলনা গেজেট/কেএম