বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

দিঘলিয়ায় কুপিয়ে যুবককে আহত করার ঘটনায় মামলা হয়নি

দিঘলিয়া প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের রাধামাধবপুর গ্রামে বুধবার (১৮ মে) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে উজ্জ্বল মোল্যা (২২) নামে এক যুবককে  মারাত্মক আহত করা হয়। ঘটনার চারদিন কেটে গেলেও থানায় কোন মামলা হয়নি।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, ১৮ মে (বুধবার) সকাল আনুমানিক ৯ টার দিকে ওই এলাকার সবুর মোল্যার দোকানের সামনে বারাকপুর ৯ নং ইউপি সদস্য মোঃ হায়দার মোল্যার সংগে উজ্জল মোলার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে হায়দার মোল্যার নেতৃত্বে তার ৮ থেকে ১০ জন সমার্থক উজ্জ্বলকে ধরে আজগর মার্কেটের পিছনের গলিতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। আহত উজ্জ্বলকে উদ্ধার করে তার আত্মীয়-স্বজন দিঘলিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন । পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত উজ্জ্বল ওই গ্রামের মোঃ এসকেন মোল্যার ছেলে। ঘটনাটি নিয়ে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন