ঝিনাইদহের হরিণাকুন্ডূতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর ৯০ তম জন্ম বার্ষীকি উপলক্ষ্যে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সন্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগমের সঞ্চালনায় আলোচনা ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা। এসময় বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা ফাহিমা সুলতানা দোলন, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। আলোচনায় বক্তারা বেগম মুজিবের জীবন বৃত্তান্ত সহ মহান স্বধীনতা যুদ্ধে তার অবদান তুলে ধরেন । অনুষ্ঠান শেষে ৬ প্রশিক্ষণ প্রাপ্ত মহিলা উদ্যোক্তাকে সেলাই মেশিন ও ৩ জনকে নগদ অর্থ বিতরণ করা হয় ।
খুলনা গেজেট/এমবিএইচ