খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ২
  ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে : আইন উপদেষ্টা

আ’লীগ নেতার মেয়ের বিয়েতে ডাবল মার্ডার

গে‌জেট ডেস্ক

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে হামলা চালিয়ে দুইজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার উলানিয়া (উত্তর) ইউনিয়নের সলদি লক্ষ্মীপুর এলাকায় সলদি গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আ. রব ঢালীর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- রব ঢালীর বড়ভাই আব্দুস ছাত্তার ঢালী (৫৫) ও প্রতিবেশী সিদ্দিকুর রহমান (২৮)।

সংশ্লিষ্টরা জানান, মেহেন্দিগঞ্জের পার্শ্ববর্তী হিজলা উপজেলার সীমান্তবর্তী ধূলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম বেপারি ও ধূলখোলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক জামাল উদ্দিন ঢালীর মধ্যে দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা-মামলার একাধিক ঘটনা ঘটেছে।

উত্তর উলাউনিয়ার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আ. রব ঢালী জানান, দুপুরে তার মেয়ের ঘরের নাতি সাথী আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিল। দুপুরে বরযাত্রী আসার কথা ছিল। বেলা ১১টার দিকে ৫০-৬০ জন লাঠিসোটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বিয়েবাড়িতে হামলা করে।

হামলাকারীরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাতাড়ি বসতঘরগুলো কোপাতে থাকে এবং যাকে সামনে পায় তার ওপর হামলা চালায়। সিদ্দিকুর রহমানকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করা হয়। গুরুতর আহত তার (রব ঢালী) ভাই ছাত্তার ঢালী ও ইসমাইল ঢালীকে স্পিডবোটযোগে বরিশালে আনা হচ্ছিল। পথে ছাত্তার ঢালী মারা গেছেন।

ধূলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালাম বেপারি অভিযোগ অস্বীকার করে বলেন, গত মাসে দক্ষিণ উলানিয়ায় সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনিও আসামি। এ কারণে গত এক মাস যাবত আত্মগোপনে ঢাকায় আছেন। সালথা গ্রামে হামলার সঙ্গে তার ভাইয়েরা জড়িত নন। তাকে ফাঁসাতে ঢালী পরিবার নিজেরাই এ হামলার ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ হত্যার ঘটনায় যেকোনো সময় আরও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম জানান, হামলার ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১১ এপ্রিল উলানিয়ায় নির্বাচনী সহিংসতায় সাইফুল সরদার নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই পুনরায় ডাবল মার্ডারের ঘটনা ঘটল।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!