দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার সংকটের মধ্যে খানিকটা আশার খবর এলো। আগামী ২ জুনের মধ্যে দেশে আসছে যুক্তরাষ্ট্রের উদ্ভাবিত ফাইজারের অন্তত ১ লাখ ৬ হাজার ডোজ টিকা।
মঙ্গলবার (১৮ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ন্যায্যতার ভিত্তিতে বিশ্বের সব দেশে করোনার টিকা নিশ্চিতের ফ্ল্যাটফর্ম ‘কোভ্যাক্স’ এর মাধ্যমে এ টিকা দেয়া হচ্ছে বাংলাদেশকে।
এদিকে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রথমবারের মতো বিদেশে ২০ মিলিয়ন বা ২ কোটি ডোজ ভ্যাকসিন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী জুন মাসের মধ্যেই এই ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে। কোভিড মহামারির মধ্যে ভ্যাকসিনকে একটি কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্র।
সোমবার বাইডেন ঘোষণা করেন, তার প্রশাসন বিশ্বের দেশগুলোতে ফাইজার, মডার্না ও জনসন এন্ড জনসনের ভ্যাকসিন সরবরাহ করবে। অন্য দেশগুলোর মতো অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদন করেনি যুক্তরাষ্ট্র। বাইডেন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র ছিল গণতন্ত্রের পক্ষের যোদ্ধা, এবারও আমরা ভ্যাকসিনকে অস্ত্র বানিয়ে কোভিডের বিরুদ্ধে একইরকম যুদ্ধ করবো।
খুলনা গেজেট/এমএম