বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

‌নিয়াজ মো‌র্শেদ হত্যায় আরও একজ‌নের স্বীকা‌রো‌ক্তি

নিজস্ব প্রতি‌বেদক

সোনাডাঙ্গা থানায় দা‌য়ে হওয়া নিয়াজ মো‌র্শেদ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সুমন খান ১৬৪ ধারায় আদাল‌তে নি‌জের সম্পৃক্ততার কথা স্বীকার ক‌রে‌ছে

মঙ্গলবার (১৪ মে) খুলনা মে‌ট্রোপ‌লিটন ম্যাজিস্ট্রেট ত‌রিকুল ইসলা‌মের আদাল‌তে সে স্বীকা‌রো‌ক্তিমূলক জবানবন্দি প্রদান ক‌রে। গ্রেপ্তারকৃত সুমন খান সোনাডাঙ্গা থানার সরদার পাড়ার আবুল হো‌সে‌নের ছে‌লে।

মামলার তদন্ত কর্মকর্তা সোবহান মোল্লা জানান, গতকাল রাত ২ টার দি‌কে সোনাডাঙ্গা বাসটা‌র্মিনাল সংলগ্ন মস‌জি‌দের পা‌শের এক‌টি বা‌ড়ি থে‌কে তা‌কে গ্রেপ্তার করা হয়। প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে সে অকপ‌টে নি‌জের সম্পৃক্ততার কথা স্বীকার ক‌রে। আদাল‌তে জবানব‌ন্দি দি‌তে চাই‌লে আজ দুপুর ১২ টায় তা‌কে আদাল‌তে হা‌জির করা হয়। এর আ‌গে ৫ মে এ মামলার ২ নং আসা‌মি নুর ইসলাম আদল‌তে ১৬৪ ধারায় স্বীকা‌রো‌ক্তিমূলক জবানবন্দি প্রদান ক‌রে। তার স্বীকা‌রো‌ক্তি মোতা‌বেক সুমন খানকে গ্রেপ্তার করা হয়। এ মামালায় ৬ জনকে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে ব‌লে তি‌নি জানান।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন