গোপালগঞ্জে অসচেতন ও মাস্কবিহীন ২৬ ব্যক্তির করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার গোপালগঞ্জ জেলা শহর ও মুকুসুদপুর উপজেলা সদরে মাস্কবিহীন অসেচতন অবস্থায় চলাফেরা করা এসব ব্যক্তিদের আটক করে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করে ছেড়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এদিন গোপালগঞ্জ জেলা সদরে ১৬ জন ও মুকসুদপুর উপজেলা সদরে ১০ জনের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া জেলা সদরে লকডাউন অমান্য করে হোটেলে বসিয়ে খাওয়ানোর অপরাধে শহরের বেশ কয়েকটি হোটেলে অভিযান চালিয়ে ৭হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মামুন খান ও মুকসুদপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আসমত হোসেন এই অভিযান পরিচালনা করেন।
বিচারকরা জানিয়েছেন,বর্তমানে অনেকেই মাস্ক না পরে, স্বাস্থ্যবিধি না মেনে অসচেতন অবস্থায় চলাফেরা করছে। এতে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে। এমন ২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের কারো শরীরে করোনা শনাক্ত হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারন মানুষকে সচেতন করতে মাস্ক বিহীন মানুষের করোনা পরীক্ষার জন্য প্রতিদিন ভ্রাম্যমান আদালত চলমান থাকবে।
খুলনা গেজেট/কেএম