প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী খুলনা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মে) দলীয় কার্যালয়ে সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
নেতৃবৃন্দ বলেন, দেশি বিদেশি কুচক্রী মহল ও ষড়যন্ত্রকারীদের দারা বঙ্গবন্ধু সহ স্বপরিবার শহিদ হবার পর, জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন হয়েছিল বলেই, বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত হয়েছে এবং বাংলাদেশ রক্ষা পেয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। সেই কুচক্রী মহল জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের বিরুদ্ধে আজও অব্যাহত ষড়যন্ত্র করে যাচ্ছে।
আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. কাজী বাদশা মিয়া, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, বিএমএ ছালাম, মোস্তফা কামাল পাশা খোকন, এ্যাড. অধ্যাপক নিমাই চন্দ্র রায়, রফিকুর রহমান রিপন, মোঃ আক্তারুজ্জামান বাবু এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহম্মেদ খান জবা, দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, ধর্ম বিষয়ক সম্পাদক তারিক হাসান মিন্টু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহ আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মো. রকিকুল ইসলাম লাবু, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী শামীম আহসান, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, সাংস্কৃতিক সম্পাদক মোখলেসুর রহমান বাবলু, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম , উপ দপ্তর সম্পাদক সায়েদুজ্জামান সম্রাট, নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে জাহাঙ্গীর হোসেন মুকুল, শিউলি সরোয়ার প্রমুখ।
খুলনা গেজেট/এমএইচবি