নিখোঁজের ২৪ ঘন্টা পর মানিকতলা গোডউন ঘাট থেকে কিশোর শামিমের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
নগরীর খানজাহান আলী থানাধীন কেবলঘাটে রবিবার (১৬ মে) দুপুর ২ টায় বন্ধুদের সাথে গোসল করতে নেমে যোগিপোল ৯ নং ওয়ার্ডের সালাম শেখের পুত্র শামিম (১৬) নিখোঁজ হয়েছিলো।
ঘটনার দিন খানজাহান আলী ফায়ার সার্ভিস ও স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে নিখোজ শামিমের সন্ধান পায়নি ।
খানজাহান আলী ফায়ার সার্ভিসের টিম লিডার সোয়াইব হোসেন মুন্সি বলেন, সোমবার (১৭ মে) পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়, বেলা পৌনে ২ টায় ভৈরব নদীর মানিকতলা গোডাউন ঘাটে রশির সাথে ভাসমান অবস্থায় নিখোঁজ কিশোর শামিমের লাশ উদ্ধার করা হয়।
খুলনা গেজেট/ এস আই