খুলনা মহানগরীর ডাকবাংলা কালিবাড়ি এলাকার বাসিন্দা রোকেয়া বেগম (৫৫)। রমজানের মাঝামাঝি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এরপরেই প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ও পরবর্তীতে বাসায় চিকিৎসা করান। ঈদের দিনে তিনি বেশ অসুস্থ হয়ে পড়লে অক্সিজেনের প্রয়োজন দেখা দেয়। কিন্তু সরকারি বেসরকারি সকল অফিস বন্ধ, পাওয়া যাচ্ছিল না জরুরি চিকিৎসা সেবাও। ফলে হাতে থাকা টাকাও কোন কাজে আসছিল না। ঠিক এমন সময়ে খবর পেয়ে অসুস্থ রোকেয়া বেগমের বাসায় ছুটে যান খুলনা অক্সিজেন ব্যাংকের স্বেচ্ছাসেবী মোঃ আসাদ শেখ। ঈদের আনন্দ ভুলে সিলিন্ডার কাধে পৌঁছে দেন, কেটে যায় অক্সিজেন সংকট।
অসুস্থ রোকেয়া বেগমের ছেলে মোঃ আব্দুল্লাহ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আসলে যখন আমার মায়ের জন্য কোথাও অক্সিজেন মিলছিল না, ঠিক তখনি আমাদের পাশে এসে দাঁড়ায় ‘অক্সিজেন ব্যাংক’। এজন্য আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ।
খুলনা অক্সিজেন ব্যাংকের কোষাধ্যক্ষ মোঃ আসাদ শেখ বলেন, খুলনায় কোনো রোগীর অক্সিজেনের জন্য কল আসলেই পৌঁছে যাচ্ছেন তাদের দোরগোড়ায়। মুমূর্ষু রোগীদের জন্য সরবরাহ করছেন জীবন রক্ষাকারী অক্সিজেন সিলিন্ডার।
করোনা সংক্রমণে রোগীদের অক্সিজেন সেবা মেটাতে বর্তমানে খুলনায় কয়েকটি সংগঠন কাজ করছে। তারা ‘অক্সিজেন ব্যাংক’ গঠন করে সেবা দিয়ে যাচ্ছেন। সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য তরুণদের উদ্যোগে গড়ে ওঠা ‘খুলনা অক্সিজেন ব্যাংক’।
মাত্র ৫ টি সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু করা খুলনা অক্সিজেন ব্যাংকের সিলিন্ডারের সংখ্যা বর্তমানে প্রায় একশ’। করোনা রোগীদের সেবায় বর্তমানে সংগঠনের ৪০ জন সদস্য জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এজন্য তারা চালু করেছেন হটলাইন নম্বরও। জরুরি অক্সিজেনের প্রয়োজনে যে কেউ যোগাযোগ করতে পারেন ০১৯৬৯-৭৯৩৮৭৬, ০১৯১১-৫০৯৮৯৮ নম্বরে।
খুলনা গেজেট/ এস আই