বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

করোনা ও উপসর্গে খুলনা মেডিকেলে দু’জনের মৃত্যু, আইসিইউতে ৪

নিজস্ব প্রতিবেদক

খুলনায় করোনা ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

খুলনা করোনা হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার (১২ মে) দিবাগত রাতে করোনায় শাহনাহ ইসলাম (৫৪) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি খুলনা মহানগরীর মিয়া পাড়া এলাকার তরিকুল ইসলামের স্ত্রী। গত ৯ মে করোনা আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে বুধবার রাতে মারা যান তিনি। এছাড়া করোনার উপসর্গ নিয়ে আরও এক রোগীর মৃত্যু হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন এবং করোনা উপসর্গে একজন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫৩ জন রোগী। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ৪ জন।

প্রসঙ্গত, খুলনা করোনা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৪৪ জনের মৃত্যু হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন