খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পবিত্র ঈদ-উল ফিতর’কে সামনে রেখে নগরীর কর্মহীন, অসহায় এবং দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সম্ভব সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। বিতরণ করা হয়েছে নগদ অর্থ, চাল ও শিশু খাদ্য। কেসিসিকে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি বলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ সংস্থা নগরবাসীর সেবায় নিয়োজিত।
সিটি মেয়র বুধবার (১২ মে) নগরীর বিভিন্ন ওয়ার্ডে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ, খাদ্য, ঈদবস্ত্র ও সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথির বতৃতায় এ কথা বলেন।
তিনি আরো বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কর্মহীন অসহায় মানুষের জন্য পর্যাপ্ত সহায়তা প্রদান করছেন। সরকারের পাশাপাশি অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য সিটি মেয়র বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
সকাল ১০টায় সিটি মেয়র পাবলিক হল চত্বরে খুলনা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের উদ্যোগে ২২ জন অস্বচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন, সকাল সাড়ে ১০টায় ১৬ নং ওয়ার্ড অফিসে কাউন্সিলর মোঃ আনিছুর রহমান বিশ্বাস-এর উদ্যোগে মরহুমা বেগম রিজিয়া নাসের-এর রূহের মাগফেরাত কামনায় অসহায় ও দুঃস্থদের মাঝে নগদ অর্থ, বেলা সাড়ে ১১টায় ২৫নং ওয়ার্ড কার্যালয়ে প্যানেল মেয়র মোঃ আলী আকবর টিপু’র উদ্যোগে দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী, বেলা সাড়ে ১১টায় প্রেস ক্লাবে ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের উদ্যোগে ঈদবস্ত্র, দুপুর ১২টায় খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল ময়দানে উর্ধুভাষীদের মাঝে চউল ও নগদ অর্থ, দুপুর সাড়ে ১২টা খালিশপুরস্থ উত্তর কাশিপুর মাঠে কাউন্সিলর মো: সুলতান মাহমুদ পিন্টু’র উদ্যোগে দরিদ্রদের মাঝে নগদ অর্থ, বিকাল ৪টায় রূপসা ব্রীজ চত্বরে তালুকদার আব্দুল খালেক ক্রীড়া চক্রের উদ্যোগে দরিদ্র পারিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং বিকাল সাড়ে ৪টায় চানমারী আহমাদিয়া মাদরাসা প্রাঙ্গণে ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শিহাব উদ্দিন-এর উদ্যোগে দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন।
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আলী আকবর টিপু, কাউন্সিলর মোঃ আনিছুর রহমান বিশ্বাস, মো: সুলতান মাহমুদ পিন্টু, মো: মনিরুজ্জামান, এস এম মোজাফ্ফর রশিদী রেজা, মোঃ আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর শেখ আমেনা হালিম বেবী, পারভীন আক্তার, রেক্সনা কালাম লিলিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানসমূহে উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ এস আই