খুলনা, বাংলাদেশ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  পাবনার ঈশ্বরদীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
  কে‌সি‌সির অব্যহতিপ্রাপ্ত প্যানেল মেয়র-৩ সংরক্ষিত ৫ নম্বর আসনের সাবেক কাউন্সিলর এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু গ্রেপ্তার

খুলনায় পরিবহন শ্রমিক ও দু:স্থদের নতুন পোশাক দিল নিসচা

নিজস্ব প্রতিবেদক

খুলনায় পরিবহন শ্রমিক ও দু:স্থদের নতুন পোশাক দিল নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা।

বুধবার (১২ মে) দুপুরে খুলনা প্রেসক্লাব চত্ত্বরে করোনা মহা সংকটকালীন সময়ে ঈদ উপলক্ষে প্রায় শতাধিক নারী ও পুরুষের হাতে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়।

এতে প্রধান অতিথি থেকে উপহার সামগ্রী তুলে দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।

নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার আহবায়ক এস এম ইকবাল হোসেন বিপ্লব সভাপতেত্বে এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, খুলনা প্রেসক্লাব সভাপতি এসএম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সহ-সাধারণ সম্পাদক ও নিসচা নেতা মাহবুবুর রহমান মুন্না, জেলা সভাপতি মো: হাছিবুর রহমান হাছিব, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির নেতা মো: দেলোয়ার উদ্দিন দিলু, খুলনাস্থ গোপালগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান চৌধুরী, আগুয়ান ৭১ এর সভাপতি মো: আব্দুল্লাহ হোসেন চৌধুরী, নিসচার নেতা শেখ মোঃ নাসির উদ্দিন , মো: আব্দুস সালাম শিমুল, মো: নাজমুল হোসেন, মো: রুহুল আমীন সোহাগ, ইলিয়াস হোসেন লাবু, মো: সোলায়মান হোসেন, আবিদ আহসান শান্ত,এম মোস্তফা কামাল, মাহমুদা আক্তার লিজা, ফারহানা কনিকা চৌধুরী, মো: কাজী রাসেল, আফজাল দেওয়ান,মো: ফিরোজ আলী প্রমুখ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!