বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

বেনাপোলে ৫১ টি মোবাইলসহ এক পাচারকারী আটক

শার্শা প্রতিনিধি

যশোরের বেনাপোলে ৫১ টি মোবাইলসহ মোহাম্মদ বাবু (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৭ আগষ্ট) সন্ধ্যায় বেনাপোল চেকপোষ্টের সাদিপুর মোড় থেকে তাকে আটক করা হয়। সে বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের নিলা মিয়ার ছেলে।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন মোবাইল পাচারকারী ভারত থেকে বিপুল পরিমান মোবাইলের একটী চালান এনে বেনাপোল চেকপোষ্টের সাদিপুর মোড়ে অবস্থান করছে । এ ধরনের সংবাদের ভিত্তিতে সংবাদে হাবিলদার হাবিবুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৫১ টি ভারতীয় মোবাইল সহ বাবুকে হাতেনাতে তাকে আটক করা হয় । তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন