খুলনা, বাংলাদেশ | ৩ মাঘ, ১৪৩১ | ১৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

ইট বালিবাহী অবৈধ ভটভটি চলাচল বন্ধের দাবি নাগরিক সমাজের

নিজস্ব প্রতিবেদক

ইট-বালি-খোয়াবাহী অবৈধ ভটভটি তথা নছিমন-করিমন চলাচলে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সম্পূর্ণ স্থানীয় ও মনগড়া পদ্ধতিতে প্রস্তুতকৃত ভটভটি খুলনা শহর থেকে শহরতলীতে ইট-বালি-খোয়া ইত্যাদি বহনকারী এ যানটি সারাদিন বিশেষ করে সন্ধ্যা থেকে গভীর রাত অবধি শহরের প্রাণকেন্দ্র এবং মহাসড়কে দানবের ন্যায় দাপটের সাথে অবাধে চলাচল করে। বিকট শব্দে চলাচলকারী এ বাহনটির শব্দ অসহনীয় মাত্রার।

স্থানীয় পদ্ধতিতে অবৈজ্ঞানিক ও অপ্রকৌশলগত প্রস্তুত প্রণালীর কারণে এতে নেই কোনো ব্রেক এবং প্রচুর পরিমাণে কালো ধোয়া নির্গত হয়। বেশির ভাগ ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্ক প্রশিক্ষণ বিহীন লোক দ্বারা এ যানটি চালানোয় দুর্ঘটনার মারাত্মক ঝুঁকি থাকে। ছোট-বড় দুর্ঘটনা ঘটেও থাকে প্রতিনিয়ত। প্রশাসনের নাকের ডগায় চলাচলকারী এ যানটি অবৈধ এবং বিভিন্ন দিক থেকে মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়া সত্বেও কি কারণে বন্ধ হচ্ছে না তা আমাদের বোধগম্য নয় ! আশ্চর্যজনক হলেও সত্যি এ যানটিতে কোনো নাম্বার-প্লেট বা মার্কিং নেই। ফলে এ যান দ্বারা কোনো দুর্ঘটনা বা যেকোনো ধরনের অবৈধ কাজ সংঘঠিত হলে চিহ্নিত করে আইনের আওতায় আনাও কঠিন। অনেক সময় দূরত্ব কমাতে বা সময় বাঁচাতে এ যানগুলো অলিগলি দিয়ে দ্রুতগতিতে চলাচল করে। যার কারণে দুর্ঘটনার ঝুঁকি আরও বেশি থাকে। রাস্তায় চলাচলকারী বিশেষ করে বয়ঃবৃদ্ধ, অসুস্থ, নারী, শিশুদের জন্য এর বিকট শব্দ এবং দ্রুতগতির কারণে একটি আতঙ্ক। কালো ধোয়া নির্গমন এবং বিকট শব্দের কারণে এটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকরও বটে। সম্প্রতি এ কাজে ব্যাটারি চালিত কিছু বাহন চালু হলেও এবং কিছুদিন এ ভটভটির দৌরাত্ম কিছুটা কমলেও পুনরায় বৃদ্ধি পেয়েছে।

নেতৃবৃন্দ এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেন। বিবৃতিদাতারা হলেন সংগঠনের পক্ষে আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসীন ও সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!