বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

কেএমপি’র অভিযানে তিন কেজি গাঁজাসহ ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক

কেএমপি’র অভিযানে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে তিন কেজি গাঁজাসহ আঃ মালেক হাওলাদার (৫৩) কে আটক করা হয়েছে। মালেক হাওলাদার দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়া এলাকার মৃত: তমিজ উদ্দিন হাওলাদারের ছেলে।

কেএমপি সূত্র জানায়, দৌলতপুর থানার এসআই এস এম মনিরুজ্জামান মিলন এর নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে পশ্চিম সেনপাড়া থেকে মালেক হাওলাদারকে আটক করে। এ সময় তার কাছ থেকে তিন পোটলায় তিন কেজি গাঁজাসহ উদ্ধার করা হয়। এ সংক্রান্তে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন