মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বাংলাদেশ সফরের আগে করোনার হানা লঙ্কান দলে

ক্রীড়া ডেস্ক

কয়েক দিন আগেই শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। চলতি মাসেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা লঙ্কানদের। ১৮ মে ঢাকায় পা রাখার কথা তাদের।

এর জন্য ইতোমধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছে প্রাথমিক একটি দল। তবে বাংলাদেশ সফরের আগে করোনার হানা দিয়েছে লঙ্কান দলে। দলটির দুই সদস্য অলরাউন্ডার ধানাঞ্জায়া লাকশান ও ঈষান জয়ারত্নে করোনা পজিটিভ হয়েছেন বলে জানিয়েছে শ্রীলঙ্কান গণমাধ্যম।

এর আগে প্রাথমিক দলে থাকা পেসার শিরান ফার্নান্দো কোভিড পজিটিভ হয়েছিলেন। ৮ মে কোয়ারেন্টিনের সময় ফার্নানাদোর সঙ্গে দেখা হয় এই দুজনের। এরপরই তাদের পরীক্ষা করানো হলে তাদেরও কোভিড পজিটিভ হয়।

তবে দুজন চূড়ান্ত দলে থাকবে কি না সেটা নির্ভর করছে তারা কত দ্রুত সুস্থ হয়ে উঠছেন তার ওপর। আর মাত্র ৮দিন পর বাংলাদেশে আসবে লঙ্কান দল। তার আগেই সুস্থ হবে ধানাঞ্জায়া ও ঈষানকে।

 

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন