দিঘলিয়ায় প্রতিপক্ষের হাতুড়ি পেটার ঘটনায় প্রতিপক্ষের ৫ জনের নাম উল্লেখসহ আরও ৪/৫ অজ্ঞাত আসামী উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত রেজাউল শেখের ভাই জামাল শেখ বাদী হয়ে এ মামলা করেন। যার নং-২ তাং ০৯/০৫/২০২১।
শুক্রবার খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ ব্রিজের উপর প্রতিপক্ষের হাতুড়ি পেটায় লাখোয়াটী গ্রামের মৎস ব্যবসায়ী রেজাউল শেখ (৫২) মারাত্মক আহত হয়। ঘটনার দিন হাতুড়ি পেটার শিকার রেজাউল শেখ তার শিশুপুত্র নাহিদ (১০) কে সাথে নিয়ে নন্দনপ্রতাপ গ্রামে জামাই বাড়িতে ইফতারি দিতে যাচ্ছিলেন। বিকাল আনুমানিক ৫ টার সময় ব্রিজের উপর পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের ৪/৫ জন যুবক তাকে হাতুড়ি দিয়ে হাটুর নীচের অংশে বেদম প্রহার করে। মারাত্মক আহত রেজাউল শেখ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত রেজাউল শেখ বারাকপুর ইউপি নির্বাচনে সতন্ত্র প্রার্থী ও বারাকপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ আনছার আলীর চাচাত ভাই।
খুলনা গেজেট/এনএম