আঁঠারমাইলের মাগুরাঘোনায় বীর মুক্তিযোদ্ধা একেএম আতিয়ার রহমান মোড়ল ছাদ থেকে পা পিছলে পড়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজেউন)। শনিবার (৮ মে) বেলা ১১টায় নিজ বাসভবনের দোতলার ছাদের ময়লা আবর্জনা পরিষ্কার করতে গিয়ে পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে গিয়ে ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলা আরশনগর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মোড়ল (৭০) শনিবার বেলা ১১টায় নিজ বাসভবনের দোতলার ছাদে দাঁড়িয়ে ময়লা পরিষ্কার করছিলেন। এসময় নিজের অসাবধানতা বশতঃ পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন। আহত অবস্থায় তাকে খুলনায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ রির্পোট লেখা পর্যন্ত মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের লাশ সন্ধ্যায় বাড়িতে আনা হয়। রবিবার সকাল ১০টায় তার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে।
খুলনা গেজেট/ এস আই