বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

অবশেষে নগরীর আশিবিঘা এলাকার ৩ তোলাবাজ আটক

নিজস্ব প্রতিবেদক

অবশেষে পুলিশের খাঁচায় বন্দি হলেন হরিণটানার আশিবিঘা এলাকার তিন তোলাবাজ। সাবেক সেনা সদস্য এস এম জামসেদের করা মামলায় লবনচরা থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে।

লবনচরা থানার অফিসার ইনচার্জ সমির কুমার সরকার জানান, হরিণটানা এলাকার আশিবিঘা নামক স্থানে বেশকিছু ভূমি দস্যু জমির দালালি এবং তোলাবাজি করে আসছিল। গত ১৯ মার্চ আশিবিঘা এলাকার বাসিন্দা সাবেক সেনা সদস্য এস এম জামসেদের কাছে রাস্তার গতিরোধ করে টাকা দাবি করে ওই চক্র। ওই দিনই তিনি থানায় একটি লিখিত অভিযোগ করেন। পুলিশ ঘটনা স্থালে যেয়ে তাদেরকে এসব অপকর্ম বন্ধের নির্দেশ দেন।

তারপরেও গত মঙ্গলবার আবারও টাকা দাবি করায় গত ৫ মে রাতে ৩ জনের নাম উল্লেখ করে লবনচরা থানায় একটি মামলা দায়ের করেন সার্জেন্ট জামসেদ। তার দেয়া মামলার এজাহার ভূক্ত আসামি আশিবিঘা এলাকার আনোয়ার হোসেন আনু, শফিকুল ইসলাম ও মোঃ গোলাম রসুলকে আজ শুক্রবার (৭ মে) সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, তোলাবাজরা আগে থেকেই একই এলাকার বাসিন্দা আবুল হোসেনের কাছে টাকা দাবি করে আসছিল। তিনিও থানায় অভিযোগ দিয়েছেন।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন