বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ঈদের ছুটিতে সুন্দরবনে টহল জোরদার

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে সুন্দরবনে কর্মরত বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঈদের ছুটিতে টহল কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, প্রতি বছর ঈদের সময় এক শ্রেণির চোরাকারবারিরা সুন্দরবনের গাছ কেটে পাচার করে। এছাড়া হরিণ শিকার ও নিষেধাজ্ঞা থাকা এলাকায় মাছ শিকার করে। এ বছর যাতে সেই সুযোগ কাজে লাগাতে না পারে সেদিকে লক্ষ্য রেখে বন বিভাগ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

খুলনা সার্কেলের বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান বলেন, অন্যান্য বছর ঈদের সময় কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ ছুটিতে বাড়িতে যায়, আরেকটি অংশ বন পাহারা দেয়। এ বছর সবাইকেই কর্মস্থলে থাকার এবং টহল জোরদার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য সরকারি নির্দেশনা রয়েছে।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন