নীল আকাশে বড্ড মেঘের আনাগোনা
অজানা কোন এক ধাঁধায় মেঘপুঞ্জ আজ বড়ই চঞ্চল,
আমারি এ হৃদয় মাঝে আজ নিষিদ্ধ অনুভূতির আনাগোনা
নির্জীব এ প্রান আজ বসন্তের সবুজে মুহ্যমান।
চোখের সামনে সারাদিন শুধু তোমার আনাগোনা
আর চোখ বুঝলেই তোমারে হারিয়ে খোঁজা,
কানে সারাক্ষণ শুধু তোমারই কথা শোনা
তোমাকে না বলা অনেক কথার দীর্ঘশ্বাসের বোঝা।
অবিরত খুজে ফিরি তোমার শাড়ির আঁচল
চোখে কালো করে টানা গাঢ় সে কাজল,
কপাল জুড়ে উড়ে বেড়ানো অবাধ্য চুলের খেলা
কপালের ওই টিপ বিমোহিত করে চলে বেলা-অবেলা সারাবেলা।
খুঁজে ফিরি লোকচক্ষুর আড়ালে দেয়া তোমার লাজুক হাসি
তোমার ওই ভুবন ভোলানো হাসি বাজায় নতুন প্রানের বাঁশি,
কাঁধ বেয়ে নেমে যাওয়া তোমার কালো ভ্রমর কুন্তল
মোর হৃদয়কে অচেনা করে – থেমে যায় সব কোলাহল।
আজ আমি শুধু তোমার প্রতিক্ষায় ক্ষণ গুনি,
অবুঝ আমি তোমাকে নিয়ে অলীক স্বপ্ন বুনি।
খুলনা গেজেট/ এমএম