হঠাৎই ভারতে করোনা সংক্রমণ বেড়ে গেছে। যদিও এর মধ্যেই চলছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতে করোনা সংক্রমণে নতুন নতুন রেকর্ড হলেও আইপিএল বন্ধ না করার ব্যাপারে অনড় ছিল বিসিসিআই। শেষ পর্যন্ত অবশ্য স্থগিত করতে হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ।
আর স্থগিত হওয়ার পর থেকেই শুরু হয়েছে নতুন আলোচনা। কবে হবে আইপিএলের বাকি অংশ। এই ব্যাপারে ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ নিজেদের আগ্রহের কথাও জানিয়েছে। তবে যদি কোনো কারণে আইপিএল শেষ না করা যায়, তাহলে আড়াই হাজার কোটি রুপি ক্ষতির আশঙ্কা করছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
সম্প্রতি ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। যেখানে সৌরভ বলেন, ‘যদি আমরা আইপিএল শেষ করতে ব্যর্থ হই। তাহলে আমাদের আড়াই হাজার কোটির কাছাকাছি রুপি ক্ষতি হবে। এটা আমাদের প্রাথমিক অনুমান।’
তিনি আরও বলেন, ‘অনেক কিছুই বদলে যাবে। মাত্র একদিন হয়েছে আমরা আইপিএল স্থগিত করেছি। আমাদের অন্য কোনো বোর্ডের সঙ্গে কথা বলতে হবে। এবং খুঁজে বের করতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটা উইন্ডো ফাঁকা পাওয়া যায় কি না। এখানে অনেক কিছুই জড়িত এবং আমরা ধীরে ধীরে এসব বিষয়ে কাজ করব।’
খুলনা গেজেট/কেএম