মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

হেরেও ইউরোপা লিগের ফাইনালে ম্যানইউ

ক্রীড়া প্রতিবেদক

উয়েফা ইউরোপা লিগের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার দিবাগত রাতে সেমিফাইনাল দ্বিতীয় লেগে ইতালির ক্লাব এএস রোমার মুখোমুখি হয় ইংলিশ ক্লাবটি। তবে এই লেগে জয় পায়নি তারা। হেরেছে ৩-২ ব্যবধানে। তবে দুই লেগ মিলিয়ে ৮-৫ ব্যবধানে রোমাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

প্রথম লেগ ৬-২ গোলের ব্যবধানে জেতার পরও ফিরতি লেগে শক্তিশালী একাদশ মাঠে নামান ম্যানইউর কোচ ওলে গুনার শুলসার। ম্যাচের শুরুতেই গোলের সুযোগও পেয়ে যায় তারা। কিন্তু এডিনসন কাভানি মিস করেন। তবে ৩৯ মিনিটে যে সুযোগটি তিনি পান সেটি আর মিস করেননি। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

এদিকে অপর সেমিফাইনালে আর্সেনালকে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। ২৬ মে পোল্যান্ডে ফাইনালে মুখোমুখি হবে ম্যানইউ-ভিয়ারিয়াল।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন