বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক অনির্বাণ সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদের আত্মার মাগফিরাত কামনায় বৃহস্পতিবার (৬ মে) বাদ আছর নিজ বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্যা, সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, সাবেক সহ সভাপতি মোঃ আনিসুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, আহসানুল্লাহ কলেজের অধ্যক্ষ শহীদুল হক মিন্টু, প্রভাষক জাকির হোসেন, প্রভাষক আব্দুস সালাম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, বি এল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ জাকিরুল ইসলাম, প্রেসক্লাব খুলনার মহাসচিব এহতেশামুল হক শাওন, মাসিক জাগরনী কণ্ঠে’র সম্পাদক মশিউর রহমান যাদু, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের মহাসচিব জাহাঙ্গীর হোসেন মঞ্জু, দৈনিক কালান্তর’র সম্পাদক কাজী তারিক আহমেদ, দৈনিক অনির্বাণের ব্যবস্থাপনা সম্পাদক জামশেদ আকবর, বার্তা সম্পাদক কলিন হোসেন আরজু, ব্যবস্থাপক শেখ আবুল হাসান, স্টাফ রিপোর্টার রিপোর্টার আলম তালুকদার, মোঃ আজিম, মোঃ মুশফিকুর রহমান মেহেদী, মাহমুদ হাসান জনি সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন সুলতানা হামিদ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আবুল হোসেন। দোয়ায় করোনা মহামারী থেকে রক্ষা পেতে আল্লাহর রহমত কামনা করা হয়।
উল্লেখ্য, ২৯ এপ্রিল দুপুরে খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক অনির্বাণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আলী আহমেদ (৭৭) মহানগরীর নার্গিস মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
খুলনা গেজেট/ এস আই