বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ডুমুরিয়ায় চার প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

চুকনগর প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৪মে) জেলা কার্যালয় কর্তৃক বাজার তদারকিমূলক অভিযান ও বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম এর নেতৃত্বে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বাজার তদারকি করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করায় ৪টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

এছাড়া টিসিবির বিক্রয় কার্যক্রম তদারকি করাসহ ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে মাইকিং করা, লিফলেট, প্যামপ্লেট বিতরণ, মাস্ক বিতরণ করা হয়।

সার্বিক সহযোগিতা করেন ৩ এপিবিএন, খুলনা। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন