খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

দিঘলিয়া উন্নয়ন ফোরামের সভাপতি আল আমিন, সম্পাদক শাকিল

দিঘলিয়া প্রতিনিধি

মানবতার সেবাই নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘দিঘলিয়া উন্নয়ন ফোরাম’র ২০২১-২০২২ এর কার্যকরী পরিষদের ১৭ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গঠিত এই কমিটিতে আল আমিন শেখকে সভাপতি এবং শাকিল মোড়লকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছেন।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেনঃ সহ-সভাপতি শফিকুল ইসলাম সবুজ ও শাহাজান মোড়ল, সহ- সাধারণ সম্পাদক নাশরিন নিশা, কোষাধ্যক্ষ শেখ ফয়সাল আল হাসান, সাংগাঠনিক সম্পাদক মোঃ রাতুল হোসেন, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার রহমান জিহাদ, সমাজকল্যাণ সম্পাদক নিরব মোড়ল, মহিলা বিষয়ক সম্পাদক সুমাইয়া ইয়াসমিন, ছাত্রকল্যান সম্পাদক বিপ্লব খান, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেবুবুর হাসান মুকুল, ব্লাড বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, পরিবেশ উন্নয়ন বিষয়ক সম্পাদক তানভির হাসান ইমন, ক্রীড়া সম্পাদক মোঃ হাসিব, কার্যকরী কমিটির সদস্য হলেনঃ সৈয়দ শাহাজান ও মোহান্মদ কায়সেদ শেখ।

জানা গেছে, ২০২০ সালের ১১ এপ্রিল খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের কতিপয় উদীয়মান কলেজ এবং বিশ্ববিদ্যায় পড়ুয়া ছাত্র মানব সেবার মহৎ ব্রত নিয়ে “দিঘলিয়া উন্নয়ন ফোরাম” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করেন। ইতিমধ্যে সংগঠনটি তাদের মানবিক কাজের জন্য এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করছে। গরীব, অসহায়, দুঃস্থ মানুষদের আর্থিক সহযোগীতা ছাড়াও সংঠনটির সদস্যরা প্রতি সপ্তাহে ১টি মসজিদ পরিস্কার করে দেয়। এছাড়া চলতি রমজান মাসের শুরু থেকে তারা এলাকার গরীব, অসহায় এবং দুঃস্থ মানুষদের প্রতিদিন ইফতারি সরবরাহের ব্যবস্থা করছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!