বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় বালুবাহী ট্রা‌কের ধাক্কায় মটর সাই‌কেল চালক ও আরোহী আহত

নিজস্ব প্রতি‌বেদক

খুলনায় সড়ক দুর্ঘটনায় দু’জন মারাত্মকভা‌বে আহত হ‌য়ে‌ছে। আজ সোমবার (৩ মে) লবনচরা থানার সা‌চিবু‌নিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। এলাকাবাসী আহতদের উদ্ধার ক‌রে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাত‌লে প্রেরণ ক‌রে‌ছে। পু‌লিশ ঘাতক ট্রাক ও চালক‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে।

আহতরা হ‌লেন ব‌টিয়াঘাটা উপ‌জেলার গাওঘরা গ্রা‌মের হাসমত আলীর ছে‌লে বাবুল ও কয়রা উপ‌জেলার জায়গীর মহল গ্রা‌মের জ‌হিরুল ইসলা‌মের ছে‌লে নুর ইসলাম।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুপুর পৌ‌নে দুইটার দি‌কে এক‌টি বালুবাহী ট্রাক জি‌রো প‌য়ে‌ন্টের দি‌কে যা‌চ্ছিল। গল্লামারী থে‌কে ব‌টিয়াঘাটা গামী এক‌টি মটরসাই‌কেল সা‌চিবু‌নিয়া মোড় পার হ‌তে গে‌লে ড্রাম ট্রাক‌টির সাম‌নের চাকা মটরসাই‌কে‌লের ওপ‌রে উ‌ঠে যায়। এ‌তে চালক ও আ‌রোহী দু’জন মারাত্মকভা‌বে আহত হয়। পু‌লিশ ড্রাম ট্রাকটির চালক‌ শা‌হিন খানকে গ্রেপ্তার ক‌রেছে, সে ডুমু‌রিয়া উপ‌জেলার খ‌র্নিয়া এলাকার আমজাদ খা‌নের ছে‌লে।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন