খুলনার বটিয়াঘাটা উপজেলাধীন দারোগার ভিটার নবীনগর এলাকায় সিএনজি ও পিকআপ এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সিএনজিতে থাকা ছয়জন যাত্রীর মধ্যে তিনজন গুরুতর আহত হয়।
জানা যায়, শনিবার (১ মে) সকাল সাড়ে ১১ টায় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলাধীন দারোগার ভিটার নবীনগর এলাকায় একটি পিকআপকে (খুলনা মেট্রো- ন ১১-০৪৩৬) ওভারটেক করার সময় সিএনজি চালিত একটি অটোরিক্সা (খুলনা মেট্রো-থ-১১-০৫৯১) পিকআপ এর বাম্পারে লেগে উল্টে যায়।
এ সময় সিএনজিতে থাকা ৬ জন যাত্রীর মধ্যে ০৩ জন যাত্রী গুরুতর আহত হয়। আহত যাত্রীদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে জানতে বটিয়াঘাটা থানার এস আই আবু জাফরের সাথে কথা হলে তিনি জানান, আহত যাত্রীদের বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং সিএনজি ও পিকআপ জব্দ করা হয়। পরবর্তীতে সিএনজি ও পিকআপ এর মালিকরা আহত যাত্রীদের ক্ষতিপূরণের শর্তে মুচলেকা দিয়ে তাদের যানবাহন ফেরত নেয়। আহত যাত্রীরা এখনো পর্যন্ত কোনো অভিযোগ করেনি, অভিযোগ দিলে বা ক্ষতিপূরণের দাবি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
খুলনা গেজেট/ এস আই