খুলনার ডুমুরিয়ায় গৃহবধূকে (২৮) ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার ধামালিয়া ইউনিয়ন থেকে অভিযুক্ত সিদ্দিক জোয়ার্দারকে গ্রেপ্তার করা হয়।
ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ওই গৃহবধূর স্বামীর দায়ের করা মামলায় অভিযুক্ত আসামি সিদ্দিক জোয়ার্দারকে গ্রেপ্তার করা হয়েছে। গৃহবধূকে মেডিকেল পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।’
এর আগে, শনিবার সকালে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে ডুমুরিয়া থানায় এই ধর্ষণ মামলা করেন। গত ২১ এপ্রিল সকাল ১১টার দিকে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
খুলনা গেজেট/এমএইচবি