মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

টেস্ট সিরিজ চলছে এখনো। এর মধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইমরুল কায়েসকে নিয়ে ২৪ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ।

আগামী ১২ মে বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কার। এর আগেই ২ মে থেকে অনুশীলন করবেন বাংলাদেশে থাকা ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটাররা। এরপরই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। যদিও এখনো এই সিরিজের ভেন্যু নিশ্চিত হওয়া যায়নি।

২৪ সদস্যের প্রাথমিক দল

তামিম ইকবাল খান, নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শাহিদুল ইসলাম।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন