Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সেদিন ভালো লেগেছিল

সায়ন্থ সাখাওয়াৎ

সেদিন ভালো লেগেছিল টুপটাপ বৃষ্টি
ফুলের ভাড়ে নুইয়ে পড়া গাছে ভেজা কদমফুল
আর জানালায় উঁকি দেয়া সেই মুগ্ধ নয়নযুগল।

সেদিন ভালো লেগেছিল ভোরের শিশির
ঘাসের বিছানায় শরতে ভেজা বেলীফুল
আর ফুল কুড়ানীর সেই ঘন কালো চুল।

সেদিন ভালো লেগেছিল ওপরে নীল আকাশ
নীচে নীল সমুদ্র, ফেনায়িত জলোচ্ছ্বাস
আর তোমার সেই তুমুল উচ্ছ্বাস।

সেদিন ভালো লেগেছিল গরম নিঃশ্বাস
পাঁজরের নিচে শব্দের গতি
আর পৃথিবীর সেরা সম্মতি।

সেদিন ভালো লেগেছিল তোমাকে
শুধু তোমাকে
আর তোমাকেই।

খুলনা গেজেট/এমএম 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন