বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনা করোনা হাসপাতালে আরও তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনায় করোনা আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০) এপ্রিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদিন খুমেকের পিসিআর ল্যাবের পরীক্ষায় ৫৬ জনের করোনা পজিটিভ এসেছে।

মৃতরা হলেন, আলাউদ্দিন ফকির (৬৫), নিমাই চন্দ্র সরকার (৬৫) ও মোফাজ্জেল (৫৫)। এ নিয়ে খুলনা করোনা হাসপাতালে ২৩২ জনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল পৌনে ৬ টার দিকে খুলনা মেডিকেল হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন মোফাজ্জেল (৫৫) মারা যান। তিনি খুলনার বটিয়াঘাটা উপজেলার ঘড়ঘড়িয়া এলাকার মতি মোল্লার ছেলে। ২৩ এপ্রিল তিনি করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেন।

বিকাল পৌনে ৪ টার দিকে করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাট সদরের কমকার পট্টি এলাকার মৃত হরিপদ সরকারের ছেলে নিমাই চন্দ্র সরকার (৬৫) মৃত্যুবরণ করেন। তিনি ২৯ এপ্রিল খুলনা মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান।

একই ইউনিটে ২০ এপ্রিল ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান আলাউদ্দিন ফকির (৬৫)। তিনি পিরোজপুর সদরের ঝনঝনিয়া এলাকার নাদের আলী ফকিরের ছেলে।

এদিকে খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ২৮২ জনের করোনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫৬ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটের তিনজন, যশোরের দুই জন, ও গোপালগঞ্জ জেলার একজন রয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন