বাংলাদেশ ব্যাংক বরিশাল বিভাগের মহাব্যবস্থাপক শেখ জাকির হোসেন কচি’র বড় ভাই যোগীপোল ইউনিয়নের ৪নং ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক শেখ শাহারিয়ার হোসেন বুধবার দুপুর ২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফুলবাড়ী নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার রাত ১০টায় ফুলবাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ও মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, শেখ আনিসুর রহমান, গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস, মোড়ল আনিসুর রহমান, মাষ্টার মনিরুল ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, মোঃ ইউসুফ আলী খলিফা, মোড়ল হাবিবুর রহমান, নান্নু মীর, বাবু মুন্সি, নাসির উদ্দিন, কামাল মুন্সি, বায়জিদ সরদার, সরফরাজ মিয়া, পলাশ, নওসাদ , খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন, সুমন মুন্সি, সোহেল, রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খুলনা গেজেট/এনএম