ফুলতলা ভৈরব নদী থেকে আয়েশা আক্তার (৪) নামের এক শিশু কন্যার লাশ মঙ্গলবার রাতে উদ্ধার করেছে পুলিশ। এর আগে সে দুপুর তিনটায় খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। এ ব্যাপারে ফুলতলা থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুুর তিনটায় আয়েশা খেলার উদ্দেশ্যে নানা বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা গড়িয়ে রাত হলে বাসায় ফিরে না আসায় পরিবার থেকে খোঁজ নেওয়ার এক পর্যায়ে ভৈরব নদীতে তার মৃতদেহ পাওয়া যায়। সংবাদ শুনে রাত সাড়ে ৯ টায় পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন জানান, সে ফুলতলা উপজেলার দামুদার ইউনিয়নের রফিকের মেয়ে। আয়েশার মা মারা যাওয়ার পর সে নানা বাড়ি থাকে। আজ দুপুরে খেলা করার সময় নদীতে পড়ে মারা যায়। পুলিশ সংবাদ শুনে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে নিহতের নানী জায়েদা বেগম বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
খুলনা গেজেট/এমএইচবি