Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে তিনটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছায় তিনটি বেসরকারি ক্লিনিক ও একটি ডায়ানস্টিক সেন্টারের রেজিস্ট্রেশন না থাকায় ও রেজিস্ট্রেশনের সময় পার হওয়ায় স্বাস্থ্য বিভাগ সিলগালা করে দিয়েছে। এছাড়া ২টি ক্লিনিকের ৩ দিনের সময়সীমা বেধে আল্টিমেটাম দেয়া হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী যশোর স্বাস্থ্য বিভাগ অভিযান পরিচালনা করে ক্লিনিকগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়।

জানা গেছে, যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন পুলিশ ফোর্স নিয়ে এদিন চৌগাছার ৬টি বে-সরকারি ক্লিনিক ও ডায়fগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন। তার সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহারসহ ডাক্তারবৃন্দ।

এসময় স্বাস্থ্য বিভাগ মধুমতি হাসপাতাল, কপোতাক্ষ ক্লিনিক, মায়ের দোয়া ক্লিনিক, বিশ্বাস ডায়fগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করলে প্রতিষ্ঠানের বিপরীতে বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ক্লিনিক কর্তৃপক্ষ। ফলে রেজিস্ট্রেশন না থাকা ও রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়ায় ক্লিনিক ও ডায়fগনস্টিক সেন্টার সিলগালা করে দেয়া হয়।

এছাড়া, পল্লবী ক্লিনিকের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়ায় ৩ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের নির্দেশ দেয়া হয়েছে। নোভা এইড হাসপাতালে রেজিস্ট্রেশনের সময় পার হওয়া ও ডিপ্লোমা নার্স না থাকায় তিন দিনের মধ্যে হাসপাতালের রোগী খালি করার নির্দেশ দেয়া হয়েছে।

অভিযানের বিষয়ে সিভিল সার্জন বলেন, ‘৫টি ক্লিনিক ও ১টি ডায়গনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ৩টি ক্লিনিক ও ১টি ডায়fগনস্টিক সেন্টার কোন বৈধ্য কাগজপত্র দেখাতে পারেনি। ফলে সেগুলো সিলগালা করা হয়েছে। এছাড়া আরো দুটি ক্লিনিকের রেজিস্ট্রেশন নবায়ন না থাকায় তাদেরকে ৩ দিনের আল্টিমেটাম দেয়া হয়েছে। ৩ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন