বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ফুলবাড়ীগেটে ব্যবসায়ী আলী আহম্মদের ইন্তেকাল

ফুলবাড়ীগেট প্রতিনিধি

নগরীর খানজহান আলী থানাধীন ফুলবাড়ীগেট বাজারের ব্যবসায়ী লাভলী এন্টারপ্রাইজের সত্বাধীকারী ও আজিজুর রহমান পল্টুর বড়ভাই মোঃ আলী আহম্মদ রবিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০টায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন । ২৬ এপ্রিল সোমবার যোহরবাদ যোগীপোল ঈদগাহ ময়দানে জানাযা শেষে যোগীপোল কবরস্থানে দাফন করা হয়।

জানাযায় উপস্থিত ও মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, মহানগর আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানাযায় ইমামতি করেন মুফতি মাওলানা হুমায়ুন কবির বাচ্চু। আগামী ৩০ এপ্রিল শুক্রবার আছরবাদ যোগীপোল রেলগেট জামে মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন