টাইগার ব্যাটসম্যানদের রানের পাহাড়ের বিপরীতে গতকালই ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের নৈপুণ্যে ব্যাটিং স্বর্গ পাল্লাকেলেতে ৩ উইকেট হারিয়ে ২২৯ রানে দিনশেষ করে স্বাগতিকরা। ৮৫ রানে অপরাজিত ছিলেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্মে। তার সঙ্গে চতুর্থ দিনে ২৬ রানে ব্যাটিং শুরু করলেন ধনাঞ্জয়া ডি সিলভা।
বাংলাদেশ ৭ উইকেটে ৫৪১ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করলে তৃতীয় দিনই ব্যাট করতে নামে লঙ্কানরা। দুই স্পিনার মিরাজ-তাইজুল ও পেসার তাসকিন ৩ উইকেট নেন।
এই টেস্টে ফল দেখতে আজও কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশের বোলারদের। স্বাগতিকদের ফলোঅনে ফেলতে হলে দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজকে নিতে হবে বাড়তি দার্য়িত্ব। যে দায়িত্ব নিয়েই গতকাল থামিয়েছেন লঙ্কান ব্যাটসম্যানদের। যেখানে তাদের যোগ্য সহায়তা দিয়েছেন পেসার তাসকিন আহমেদ। এরাই তুলে নিয়েছেন লঙ্কান তিন উইকেট।
খুলনা গেজেট/এনএম