দিঘলিয়ায় যুবলীগ নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ। ঘটনার জের ধরে শান্ত নামে এক যুবককে পিটিয়ে মারাত্মক জখম।
বুধবার গভীর রাতে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী আদর্শপাড়ায় অবস্থিত দিঘলিয়া উপজেলা যুবলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সজলের বাড়িতে কে বা কারা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় পেট্রোল বোমা থেকে পার্শ্ববর্তী গাড়ি গ্যারেজে আগুন লেগে যায়। আগুনে যুবলীগনেতার ব্যবহৃত মোটরসাইকেলের আংশিক পুড়ে যায়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ঘটনার দিন গভীর রাতে অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী সজলের বাড়ির গাড়ি গ্যারেজ এর পার্শ্ববর্তী রুমের জানালা দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করলে ঘরে আগুন লেগে যায়। আগুন লাগা ঘরটিতে সজলের বোন ঘুমাতেন। কিন্তু ঘটনার দিন রাতে সজলের বোন ঘরটিতে ছিলেন না। আগুনে ঘরের পার্শ্ববর্তী গাড়ি গ্যারেজে থাকা সজলের ব্যবহৃত মোটরসাইকেল আংশিক পুড়ে যায়।
এ ঘটনার জের ধরে আজ বৃহস্পতিবার ভোরবেলা কে বা কারা একই উপজেলার সুগন্ধী গ্রামের শান্ত (২০) নামে এক যুবককে পিটিয়ে পায়ের হাড়গোড় ভেঙ্গে দেয়। মারাত্মক আহত শান্তকে কে বা কারা ঘটনার পর দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রেখে পালিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা গুরুতর দেখে পরবর্তীতে হাসপাতালে আগত তার আত্নীয় স্বজনদের শান্তকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করার পরামর্শ দেন। বর্তমানে গুরুতর আহত শান্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
ওসি তদন্ত রিপন সরকার জানান, সজলের বাড়িতে আগুন লাগার ঘটনাটি সন্দেহাতীত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছ ঘটনা দুটি একই সূত্রে গাঁথা। ঘটনার রহস্য উদঘাটনে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। সজল বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।
খুলনা গেজেট/এনএম