বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

করোনায় আক্রান্ত বিএনপি নেতা অধ্যক্ষ তারিকুল ইসলামের সুস্থতা কামনা

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ অধ্যক্ষ তারিকুল ইসলামের সুস্থতা কামনা করেছেন। একই সাথে বিএনপি নেতার সুস্থতা কামনায় সকলের দোয়া কামনা করেছেন।

বিবৃতিদাতারা হলেন, মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন