খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু
  মোংলার চাপড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২
  গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক

দিঘলিয়ায় করোনার ২য় ধাপে আক্রান্ত ১৬ জন

দিঘলিয়া প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলায় করোনার ২য় ধাপে আক্রান্ত হয়েছেন ১৬ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জন। করোনা রোধে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত পরিচালনা করা হচ্ছে অভিযান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা মোট ১৬৫ জন। ২য় ধাপে এ রিপোর্ট লেখা পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৬ জন। এর মধ্যে ১ জনের অবস্থা গুরুতর। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকী ১৫ জন আইসোলেশনে রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহাবুবুল আলম জানান, স্বাস্থ্য কেন্দ্র থেকে ১ম ডোজের করোনা ভ্যাকসিন নিয়েছিলেন ৬ হাজার ৮শ’ জন। গতকাল পর্যন্ত ২য় ডোজের ভ্যাকসিন নিয়েছেন ১ হাজার ৭৯৬ জন।

অন্যদিকে উপজেলায় করোনার প্রাদূর্ভাব বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসন জনগণকে সরকারি নির্দেশনা মেনে চলতে বাধ্য করতে উপজেলাধীন ৪ টি ইউনিয়নে ব্যাপক অভিযান পরিচালনা করছে। প্রতিদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুবুল আলম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জান মিলনের নেতৃত্ব পৃথক ২ টি টিম মোবাইল কোর্ট পরিচালনা করছেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!